ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে ২০ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১২ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে আজ ৩১মার্চ রোজ বৃহস্পতিবার পবিত্র রমজান পূর্ব বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ উপজেলা প্রশাসন কর্তৃক মাধবপুর বাজারে এক অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সঙ্গে ছিলেন এসআই অনিকসহ মাধবপুর থানা পুলিশের একটি দল, প্লাটুন কমান্ডার মোঃ আব্দুল মতিনসহ আনসার বাহিনীর একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ মহিবুর রহমান এবং উপজেলা প্রশাসনের নাজির, বেঞ্চ সহকারী ও গাড়িচালকসহ কর্মচারীবৃন্দ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর বিভিন্ন ধারার আওতায় পরিচালিত  মোবাইল কোর্টের মাধ্যমে মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং চলাচলের পথে বিঘ্ন সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে মোট ২০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১,১২,২০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

ads

Our Facebook Page